শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু শনিবার


ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ এপ্রিল, ২০২২ ৯:৪৫ : অপরাহ্ণ

সৌদি আরব, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেক্ষেত্রে আগামীকাল শনিবার থেকে এশিয়ার এই অঞ্চলে শুরু হচ্ছে প্রথম রোজা।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ও ওমানের সুলতানের দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি অবশ্য সন্ধ্যায় মাগরেবের নামাজের পরই রমজানের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছিল।

তবে মধ্যপ্রাচ্যে শনিবার থেকে রোজা শুরু হলেও ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাইসহ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন রমজান মাস পালন করা শুরু করবেন একদিন পর, রোববার থেকে।

ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর