শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

রোনালদোকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন ব্রুনো



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ মার্চ, ২০২২ ৬:১৩ : পূর্বাহ্ণ

হয়তো নিজের শেষ বিশ্বকাপ হিসেবে কাতার বিশ্বকাপ খেলতে চাচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই দেশবাসীকে আশা দিয়েছিলেন, ‘পর্তুগালকে ছাড়া বিশ্বকাপই হবে না’। তেমনি হয়নি।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ যুবরাজ রোনালদোকে কাতার বিশ্বকাপের কাঙ্খিত টিকিট উপহার দিলেন ব্রুনো ফার্নান্দেজ।

গতকাল বুধবার রাতে পর্তুগালের পোর্তয় অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফ ম্যাচে ব্রুনোর জোড়া গোলে উত্তর মেসিডোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

ইতালিকে বিদায় করে চমক দেখিয়ে বিশ্বকাপের বাছাই পর্বের প্লে অফের ফাইনাল নিশ্চিত করেছিল উত্তর মেসিডোনিয়া।

অলৌকিক স্বপ্ন ছোঁয়ার উচ্চাকাঙ্খায় আরও একটি রূপকথার গল্প লিখতে পর্তুগালের বিরুদ্ধে মাঠে নেমেছিল দলটি।

কিন্তু ম্যাচের ৩২ ও ৬৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ গোল করে তাদের স্বপ্নের সীমনায় দাড়ি বসিয়ে দেন।

ইতালি প্রায় এক তরফা খেলেও যা করতে পারেনি, তা সহজেই করেছে পর্তুগাল। তবে সে কাজে বড় সহায়তা করেছেন মেসিডোনিয়ার অধিনায়ক রিস্তভস্কি।

নিজেদের অর্ধে সতীর্থকে ব্যাক পাস করতে গিয়ে ফাঁকায় থাকা ব্রুনোর পায়ে তুলে দেন বল। এরপর রোনালদোর সঙ্গে দেওয়া নেওয়া করে সহজেই লক্ষ্যভেদ করেন এ ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

ফলে প্রথমার্ধের ৩২ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল।

এরপর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হজম করে মেসিডোনিয়া। তাতেই তাদের স্বপ্নযাত্রার অবসান নিশ্চিত হয়ে যায়। গোল খেয়ে তা শোধ করতে মরিয়া হয়ে অলআউট খেলতে গিয়ে গোল হজম করে দলটি।

এবার কাউন্টার অ্যাটাকে গোল আদায় করে নেন ব্রুনো। ৬৫তম মিনিটে নিজেদের অর্ধ থেকে মেসিডোনিয়ার এনিস বার্দি বল হারালে দিয়াগো জোতাকে থ্রু পাস দিয়ে ডি-বক্সে ঢোকেন ব্রুনো। বাঁ প্রান্ত থেকে দারুণ এক ক্রস দেন জোতা। বল পেয়ে আলতো টোকায় জালে পাঠান এ ইউনাইটেড তারকা।

এদিন পর্তুগাল ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে ১১টি শট নেয়। যার ৩টি থাকে লক্ষ্যে।

অথচ এর আগে ৩২টি শট নিয়ে এই মেসিডোনিয়ার রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি ইতালি। পারেনি প্রতিপক্ষের ভুলেও সুযোগ নিতেও।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর