নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৮ মার্চ, ২০২২ ৫:০৯ : অপরাহ্ণ
বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে দলের শতাধিক নেতা-কর্মী হরতালবিরোধী এই কর্মসূচিতে অংশ নেন।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
অবস্থান কর্মসূচিতে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ, সংশ্লিষ্ট ওয়ার্ড, থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দেশের মানুষ এখন হরতাল চায় না। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন হরতাল ডেকে ওরা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদেরকে কোনভাবে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া যাবে না।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মানুষ যখন হরতাল ভুলে গেছে তখন বাম দল হরতাল ডেকে আবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। স্বাধীনতাবিরোধীদের মাঝে হরতাল পলিসি মনে করিয়ে দিতে চায়। দেশের উন্নয়ন অগ্রগতির চাকা থামিয়ে দিতে চায়।
অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, সদস্য বেলাল আহমদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, যুবলীগ নেতা এম মহিউদ্দিন, নগর শ্রমিক লীগ নেতা মিরন হোসেন মিলন, উজ্বল বিশ্বাস, হারুনুর রশিদ রনি, সৈয়দ মো জাহাঙ্গীর আলম, ইদ্রীস হাওলাদার, নাছির উদ্দীন পলাশ, মো. মঞ্জুসহ নগর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।