শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

পুতিন একজন কসাই, তিনি ক্ষমতায় থাকতে পারেন না: বাইডেন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ মার্চ, ২০২২ ৯:৪৭ : পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
Rajnitisangbad Facebook Page

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন ‘কসাই’ এবং তিনি রাশিয়ার ক্ষমতায় থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ শনিবার পোল্যান্ডের ওয়ারশতে এই মন্তব্য করেন তিনি।

যদিও যুক্তরাষ্ট্র পরে জানিয়েছে যে, প্রেসিডেন্ট বাইডেন মস্কোতে শাসন পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন না।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় ‘শাসন পরিবর্তনের’ আহ্বান জানাননি।

তবে বাইডেনের বক্তব্যের অর্থ ছিল, ‘পুতিনকে তার প্রতিবেশী বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করার অনুমতি দেওয়া যাবে না’।

পোল্যান্ডে গিয়ে ইউক্রেনীয় শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের পরপরই প্রেসিডেন্ট পুতিনকে ‘কসাই’ বলে আখ্যায়িত করেন জো বাইডেন।

এরপর পোল্যান্ডের রাজধানীতে দেওয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘ঈশ্বরের দোহাই, এই লোকটি রাশিয়ার ক্ষমতায় থাকতে পারেন না।’

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে পিছু হটা: ক্ষমতায় টিকতে পারবেন পুতিন?

বক্তৃতার একেবারে শেষের দিকে করা এই মন্তব্যটিই ইউরোপে বাইডেনের চার দিনের সফরের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধকে সোভিয়েত বিরোধী ‘স্বাধীনতার লড়াই’ এর সাথে তুলনা করেন এবং বলেন, ‘বিশ্বকে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।’

বাইডের বলেন, ‘এই যুদ্ধে আমাদের পরিষ্কার লক্ষ্য রাখতে হবে। এই যুদ্ধটি কয়েকদিনে বা কয়েক মাসেও জয়ী হওয়া যাবে না। এই লড়াইয়ে দীর্ঘ পথ চলার জন্য আমাদের অবশ্যই এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে’।

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানকে বাইডেন মস্কোর জন্য একটি ‘কৌশলগত ব্যর্থতা’ বলেও আখ্যায়িত করেছেন এবং ইউক্রেনকে ‘নাৎসীবাদ মুক্ত’ করতে এই অভিযান চালানো হচ্ছে বলে প্রেসিডেন্ট পুতিন যে দাবি করেছিলেন সেটাকে তিরস্কার করেন।

ইউক্রেনীয় নাগরিকদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি। আপনারা ‘আমাদের শত্রু নন।’

একইসঙ্গে পশ্চিমাদের আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্য প্রেসিডেন্ট পুতিনকে দোষারোপ করার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর