শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

আলো নিভিয়ে গণহত্যার স্মৃতি স্মরণ সারাদেশে


২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ স্মরণে ব্ল্যাকআউটে অন্ধকারাচ্ছন্ন রাজধানী। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৫ মার্চ, ২০২২ ১০:০৯ : অপরাহ্ণ

একাত্তরের গণহত্যায় নিহতদের স্মরণে দেশব্যাপী প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালিত হয়েছে।

সরকারি আদেশের অংশ হিসেবে দেশের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও ব্যক্তি পর্যায়ে আজ শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হয়।

তবে জরুরি স্থাপনাগুলো এই ব্ল্যাকআউটের বাইরে ছিল।

এর মাধ্যমে কিছুক্ষণের জন্য জাতির সামনে ফুটে উঠেছিল ১৯৭১ সালের ভয়াবহ সেই রাতের চিত্র। রাতের আঁধারে নির্বিচারে হত্যা করা হয় দেশের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষকে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবেই এই ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ২০১৭ সালে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা দেয় সরকার। সেই রাতকে স্মরণ করতে ওই বছর থেকেই ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর