শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য দেশ



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২২ ৪:২৩ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) কারো মৃত্যু হয়নি। ফলে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ অপরিবর্তিত রয়েছে।

এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯২ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১৮ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭২ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয় ১৩৪ জনের।

আরও পড়ুন:

আসছে উড়ন্ত মোটরবাইক!

কাতার বিশ্বকাপে ভলান্টিয়ার হওয়ার সুযোগ, আবেদন করুন এখনই

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন।

এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে যেসব সমস্যায় পড়তে পারেন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর