নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ মার্চ, ২০২২ ১১:১২ : অপরাহ্ণ
রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের পেছনে টিসিবির পণ্য নেওয়া অত্যন্ত অপমানজনক বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি দরিদ্রদের জন্য রেশন ব্যবস্থা চালু করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর আমলে ১৯৭৪ সালে ৩ লাখ লোকের মৃত্যু হয়েছিল অনাহারে। অথচ নোবেলজয়ী অমর্ত্য সেনের হিসেব মতে তৎকালীন সময়ে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল। কিন্তু সুশাসনের অভাব, অনাচার, দুর্নীতির কারণে যাদের খাদ্য প্রয়োজন, তাদের কাছে খাদ্য পৌঁছায়নি।’
খালেদা জিয়ার জামিন প্রশ্নে ডা. জাফরুল্লাহ বলেন, ‘জামিন পাওয় খালেদা জিয়ার মানবিক অধিকার, নৈতিক অধিকার। খালেদা জিয়া তো কাউকে খুন করেননি। আমি মনে করি, ন্যায়ের খাতিরে তাকে জামিন দেওয়া উচিত।’
মির্জা ফখরুলের এক কথার জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, ‘তিনি কী বলেছেন তাতে তো আমার কিছু বলার নেই। তারা যদি হারিকিরি করতে চান, আমার কিছু করার নেই। আমি বলব যে, আন্দোলন করে দলীয় সরকারকে অবসান ঘটাতে হবে। নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে। এই নির্বাচন কমিশনকে তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এটা করতে না পারলে তাদের পদত্যাগ করা উচিত।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্র না আনতে পারলে, মানুষ ভোট দিতে না পারলে, জাতির ইতিহাসে আপনি অধঃপতিত হবেন। কিন্তু আপনার অনেক ভালো কাজ আছে। আমরা মনে করি আপনি সাহস করে সুষ্ঠু নির্বাচন দেন৷ আপনি জয়ী হবেন।’