নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :২৩ মার্চ, ২০২২ ১১:৩১ : অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকার পিচে দুর্দান্ত বোলিং করে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকার অপরিচিত কন্ডিশনে বাউন্সি উইকেটে একজন বাংলাদেশি ফাস্ট বোলার হিসেবে অনন্য অবদান রাখেন তাসকিন।
এক এক করে পাঁচটি উইকেট তুলে নেন তিনি। পঞ্চম উইকেট রাবাদাকে সাজঘরে ফিরিয়ে বাঁধভাঙা উল্লাস করে সিজদায় লুটিয়ে পড়েন তাসকিন। অনেক্ষণ সিজদারত অবস্থায় ছিলেন তিনি।
আজ বুধবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে ‘অঘোষিত ফাইনালে’ ৯ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন তাসকিন।
তার বিধ্বংসী বোলিংয়ের কারণেই চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
তাসকিনের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৩৭ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৬.৩ ওভার হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশ।
দীর্ঘ আট বছর পর নিজের ওয়ানডে ক্যারিয়ারে তাসকিন দ্বিতীয়বারের মতো ম্যাচে ৫টি উইকেট পেয়েছেন।
পরে নিজের বোলিং পরিকল্পনা নিয়ে ডানহাতি পেসার বলেন, ‘আমি শুধুমাত্র নিজের প্রক্রিয়ায় স্থির থেকেছি এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছি। উইকেট থেকে বাউন্স পেয়েছি। এজন্য নিজের লাইন ও লেন্থ ঠিক রেখেছি। নিজের প্রক্রিয়ায় এখন আমার অনেক বিশ্বাস। শেষ এক, দেড় কিংবা দুই বছর এভাবেই পরিশ্রম করে আসছি। এটাই আমার সাফল্যের রহস্য।’
সিরিজ সেরার পুরস্কার নেওয়ার সময় তাসকিন বলেন, ‘আমি খুব খুশি। আমার খুব গর্বও হচ্ছে কারণ আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকায় আমরা প্রথম সিরিজ জিতলাম। এবং আমার জন্যও এটি বড় অর্জন, এই প্রথম আমি সিরিজ সেরা খেলোয়াড় হলাম। আমি খুবই গর্বিত ও খুশি।’
উল্লেখ্য, তাসকিন তার ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়েছিলেন ২০১৪ সালের জুন মাসে ভারতের বিপক্ষে। তবে সেটা হলো ২৮ রানে ৫ উইকেট। সে বছর ভারতের বিপক্ষে অভিষেক হয় তার। আর অভিষেক ম্যাচেই ৫টি উইকেট তুলে নিয়ে চমক দেখান তিনি।
কিন্তু এর মাঝে আরও ৪৭টি ওয়ানডে ম্যাচ খেললেও একটিতে ৫ উইকেটের দেখা পাননি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়, ইতিহাস গড়লো বাংলাদেশ