শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ইউক্রেনে শান্তিরক্ষী পাঠালে পরিণতি হবে ভয়াবহ, ন্যাটোকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৩ মার্চ, ২০২২ ৬:০৯ : অপরাহ্ণ

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ইউক্রেনে শান্তিরক্ষা করতে পাঠানোর প্রস্তাব দিয়েছে পোল্যান্ড।

পোল্যান্ড জানিয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনে শান্তিরক্ষা মিশন পাঠানোর ব্যাপারে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব পেশ করবে তারা।

ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর বিরুদ্ধে ন্যাটোকে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, শান্তিরক্ষার নামে ইউক্রেনে ন্যাটো কোনো সেনা পাঠালে এর পরিণতি হবে ভয়াবহ।

আজ মঙ্গলবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ এ হুঁশিয়ারি দিয়েছেন।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর যে প্রস্তাব পোল্যান্ড দিয়েছে তাদের এ পরিকল্পনা বেপরোয়া এবং অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, আমাদের সেনা ও ন্যাটোর সেনাদের মধ্যে যে কোনো মুখোমুখি অবস্থানের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, যেই পরিণতি কাটিয়ে ওঠার বিষয়টি হবে অনেক কঠিন।

আরও পড়ুন: রাশিয়া জানালো, কখন তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে

এদিকে পোল্যান্ড এমন প্রস্তাব দিলেও ইউক্রেনে কোনো অবস্থাতেই সেনা পাঠাতে রাজি না যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ন্যাটোর কাছে বার বার অনুরোধ জানিয়েছেন, তারা যেন ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করে।

কিন্তু ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে ন্যাটোর সেনারা গেলে এতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে।

ফলে জেলেনস্কি নো ফ্লাই জোনের ব্যাপারে যতবারই অনুরোধ করেছেন ঠিক ততবারই না করে দিয়েছে ন্যাটো।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর