শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

আর্জেন্টিনা-ইতালি হাইভোল্টেজ ম্যাচের সূচি ও ভেন্যু চূড়ান্ত


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৩ মার্চ, ২০২২ ৪:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

অপেক্ষার পালা শেষ। আরও একবার ফুটবলবিশ্ব দেখবে দুই চ্যাম্পিয়নের লড়াই। চূড়ান্ত হয়েছে ‘ফিনালিসিমা’ নাম পাওয়া হাইভোল্টেজ ম্যাচটির তারিখ।

আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বিলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।

ফুটবলের অন্যতম বিখ্যাত এই স্টেডিয়ামে ৮৬ হাজার দর্শক দেখতে পারবেন এই ম্যাচ।

মঙ্গলবার ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছর ইংল্যান্ডকে ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে ইউরোর শিরোপা ঘরে তুলেছিল ইতালি। অন্যদিকে রিওতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ব্রাজিলকে পরাজিত করে কোপা আমেরিকার শিরোপা জয় করে আর্জেন্টিনা।

গত বছরের সেপ্টেম্বরে এই দুই বিজয়ীর মধ্যকার ‘ফিনালিসিমা’ আয়োজনের ঘোষণা দেয় উয়েফা।

এরই মধ্যে টিকিটের দাম ও ক্যাটাগরি নিশ্চিত করেছে উয়েফা। ২৪ মার্চ থেকে ৪ ক্যাটাগরিতে পাওয়া যাবে টিকিট। যার মূল্য যথাক্রমে ২৫, ৪০, ৫৫ ও ৯৯ পাউন্ড।

দীর্ঘ ২৯ বছর পর হচ্ছে ফিনালিসিমার তৃতীয় আসর। প্রথমবার ১৯৮৫ সালে প্যারিসে উরুগুয়েকে হারিয়েছিলো ফ্র্যান্স।

পরেরবার ১৯৯৩ সালে দিয়েগো আরমান্দো মারাদোনার আর্জেনন্টিনা-ডেনমার্ককে হারিয়ে প্রতিশোধ নিয়েছিলো লাতিন আমেরিকার হয়ে।

ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়ন ইতালি। আর ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা।

ওয়েম্বলিতে আগে দুদল খেললেও, একে অপরের বিপক্ষে খেলেনি কোন ম্যাচ।

এবার দেখার অপেক্ষা ওয়েম্বলি রাঙিয়ে কার হাতে উঠে আন্ত:মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর