সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

রিয়ালকে দুমড়ে-মুচড়ে দিলো বার্সা



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ মার্চ, ২০২২ ৬:১০ : পূর্বাহ্ণ

চলতি মৌসুমের শুরুটা দুঃস্বপ্নের মতো ছিল বার্সেলোনার। শুরুতেই একের পর এক হোঁচটে লা লিগা থেকে এক প্রকার ছিটকে যায় দলটি।

চ্যাম্পিয়নস লিগে পিএসজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা ছোঁয়ার কাছে পৌঁছে গেছে।

উড়তে থাকা সেই রিয়ালকে মাটিতে নামিয়েছে বার্সেলোনা।

লা লিগায় রোববার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এসে তাদের দুমড়ে-মুচড়ে দিয়েছে কাতালানরা। গোল বন্যায় ভাসিয়ে জয় তুলে নিয়েছে ৪-০ গোলে।

ফরোয়ার্ডরা একের পর এক সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা হতে পারতো তারও দ্বিগুণ।

নিজের প্রথম এল ক্লাসিকো ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল পেয়েছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। এছাড়া গোল পেয়েছেন ফেরান তোরেস ও রোনালদ আরাহো।

করিম বেনজেমাহীন রিয়াল মাদ্রিদ বানার্ব্যুর ৬০ হাজার দশকের গর্জনে দারুণ শুরু করেছিল। প্রথম ১০ মিনিট ম্যাচে কর্তৃত্ব করে কার্লো আনচেলত্তির দল। এরপরই সুযোগ হারানো রিয়ালের ওপর চেপে বসে বার্সা।

২৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় বার্সেলোনা। ডান প্রান্তে সতীর্থের কাছ থেকে বল পেয়ে দারুণ এক ক্রস করেন দেম্বেলে। নিখুঁত হেডে বলের দিক বদলে জালে পাঠান অবামেয়াং।

ওই গোলেই স্তব্ধ হয়ে যায় বার্নাব্যুর গর্জন। একের পর এক আক্রমণ শুরু করে প্রেদি, ফারান তোরেস ও ডেম্বেলেদের বার্সা।

৯ মিনিট পরেই বার্সা পায় দ্বিতীয় উল্লাসের মুহূর্ত। ডেম্বেলের কর্নার কিক থেকে হেডে লিড ২-০ করেন ডিফেন্ডার রোনাল্ড আরাজু।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া বদলি নামায় রিয়াল মাদ্রিদ। বেনজেমার ইনজুরিতে শুরুর একাদশে ফ্রন্ট থ্রিতে লুকা মডরিচকে রেখেছিলেন বস আনচেলত্তি।

ওই ছক কাজে দেয়নি। টনি ক্রুসকে তুলে নিয়ে ছক সংশোধন করেন রিয়াল কোচ। কিন্তু আর ম্যাচে ফিরতে পারেনি ব্লাঙ্কোসরা।

দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে অবামেয়াংয়ের বাড়ানো বল ধরে দুর্দান্ত এক গোল করেন বার্সার অভাবের দিনে ৭০ মিলিয়ন ইউরোতে ম্যানসিটি থেকে শৈশব-কৌশরের ঘর ক্যাম্প ন্যুতে ফেরা তরুণ ফারান তোরেস।

এরপর ৫১ মিনিটে ঋণ শোধ করেন তোরেস। তিনি গোল করান অবামেয়াংকে দিয়ে।

বার্সা ৪-০ গোলে লিড নেওয়ার পরও রিয়াল মাদ্রিদকে ত্রস্ত রাখে। একের পর এক আক্রমণ করেন ডেম্বেলে-তোরেস জুটি।

ম্যাচে জাভির দল ৫৯ ভাগ বল পায়ে রেখেছে। গোলের মুখে শট নিয়েছে ১০টি।

থিবো কর্তোয়ার মতো দুর্দান্ত গোলরক্ষক না থাকলে আরও তিন গোল অনায়াসে হতে পারতো!

এ জয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা। যদিও দুই দলেরই পয়েন্ট সমান ৫৪। তবে এক ম্যাচ বেশি খেলেছে অ্যাতলেতিকো। গোল ব্যবধানে এগিয়ে আছে বার্সা। শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর