সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

চীনে ১৩২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, এলাকাজুড়ে আগুন (ভিডিও)


সোমবার চীনের গুয়েংঝাং প্রদেশে ১৩৩ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ মার্চ, ২০২২ ৩:১১ : অপরাহ্ণ

১৩২ জন যাত্রী নিয়ে চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ বিমান বিধ্বস্ত হয়েছে।

আজ সোমবার সকালের দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি প্রদেশের উঝো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। তবে অনেক প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া তিনটার দিকে কুনমিং থেকে যাত্রী নিয়ে গুয়াংজির উদ্দেশে রওনা হয়েছিল। সেই সময় গুয়াংজি প্রদেশে আচমকাই একটি পাহাড়ের ওপর ভেঙে পড়ে সেটি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানকার জঙ্গলে আগুন ধরে যায়।

ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো জানায়, বিমানটি এক ঘণ্টার বেশি কিছু সময় উড্ডীন অবস্থায় ছিল।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। চীনা প্রশাসন এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

শেষ পাওয়া খবর অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। তবে যাত্রীদের বেঁচে থাকার আশা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।

 

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর