শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

মোনাকোর কাছে উড়ে গেলো মেসিবিহীন পিএসজি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২০ মার্চ, ২০২২ ৯:৩৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

অসুস্থ থাকায় দলে ছিলেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। কিন্তু যথারীতি দলে ছিলেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে।

দুই তারকার উপস্থিতি সত্ত্বেও ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর কাছে উড়ে গেলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা দলটি।

তবে মেসিকে না পাওয়া নয়, পিএসজির সমস্যাটা অন্য জায়গায়। অ্যাওয়ে ম্যাচ হলেই যেন পা কাঁপছে পেট্রোডলারের দলটির।

রিয়ালের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুয়ের সেই ম্যাচ তো বটেই, পিএসজি ফরাসি লিগে নিজেদের শেষ দুই অ্যাওয়ে ম্যাচেই হেরেছিল।

মেসির অনুপস্থিতিতে সে ধারাটা আজও বদলাতে পারলেন না কিলিয়ান এমবাপে, নেইমাররা।

রোববার স্থানীয় সময় দুপুরে প্রতিপক্ষের মাঠে পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মোনাকো।

স্বাগতিকদের দুই গোল করেন উইসাম বেন ইয়েদের, অন্যটি কেভিন ভলান্ড।

ম্যাচের শুরু থেকে নিজেদের মাঠে পজেশনের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করতে থাকে মোনাকো।

প্রথম ১০ মিনিটে দারুণ দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ। এমন অবস্থায় ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা।

ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে ছয় গজ বক্সে পেয়ে দুর্দান্ত ব্যাকহিল ফ্লিকে কাছের পোস্ট দিয়ে গোল করেন উইসাম বেন ইয়েদের।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিশ্চিত সুযোগ নষ্ট করেন এমবাপে। ডি-বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল হারান তিনি।

তবে আরেক ডিফেন্ডার বেনোয়া বাদিয়াশিলির ভুলে বল পেয়ে নিচু শট নেন এমবাপে। গোলমুখ থেকে বল ফিরিয়ে প্রথম ভুলের প্রায়শ্চিত্ত করেন বেনোয়া।

পরের মিনিটেই পেনাল্টি পাওয়ার আশায় ডাইভ দিয়ে হলুদ কার্ড দেখেন এমবাপে।

৬৮তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে পিএসজি। ডান দিক থেকে সতীর্থ রাইট-ব্যাক রুবেনের পাস পেয়ে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড কেভিন ভলান্ড।

আর ৮৪তম মিনিটে সফল স্পট কিকে পিএসজির ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন বেন ইয়েদের।

ডি-বক্সে ভলান্ডকে ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে ফাউল করলে পেনাল্টিটি পায় মোনাকো।

হারলেও লিগ ওয়ানের পয়েন্ট তালিকার এক নম্বর জায়গাটা ধরে রেখেছে পিএসজি। ২৯ ম্যাচে ২০ জয় ও ৫ ড্রয়ে তাদের অর্জন ৬৫ পয়েন্ট।

শিরোপা পুনরুদ্ধারের দৌড়ে অনেকটা ব্যবধানে এগিয়ে আছে ক্লাবটি। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রেঁনে।

২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে মোনাকো।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর