সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

রোববার বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৯ মার্চ, ২০২২ ৬:২০ : অপরাহ্ণ

সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

আজ শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। তার বয়স হয়েছিল ৯২ বছর।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ মারা গেছেন

তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃকভিটা নেত্রকোণার পেমই গ্রামে। সেখানে প্রথম দফা জানাজা শেষে তার মরদেহ ফিরিয়ে আনা হবে গুলশানের বাসভবনে। তারপর সন্ধ্যা ৬টায় সাহাবুদ্দীন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে হিমঘরে।

রোববার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে সামনে জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর