শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

টানা ৩ দিন পর করোনায় মৃত্যু দেখলো দেশ



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৮ মার্চ, ২০২২ ৬:০১ : অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দুজনের মৃত্যু হয়েছে।

এর আগে গত তিনদিন করোনায় কারো মৃত্যু হয়নি।

এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৪ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০৮ জন।

আর এ পর্যন্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩৩ জন।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় কেউ মারা যায়নি। তবে এ সময় করোনা শনাক্ত হয় ২৩৩ জনের।

আরও পড়ুন:

ঐশ্বরিয়াকে একা ঘরে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন পরিচালক!

২০২১ সালের বিশ্বসুন্দরী কে এই ক্যারোলিনা বিলাওস্কা

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও আরেকজন নারী। তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৯ জন।

এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

নাপা সিরাপে নয়, বিষ মেশানো মিষ্টি খাইয়ে হত্যা করা হয় সেই দুই শিশুকে

দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে যেসব সমস্যায় পড়তে পারেন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর