শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে: জেলেনস্কি


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২২ ১০:০১ : পূর্বাহ্ণ

তৃতীয় বিশ্বযুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর ডেইলি মেইলের।

রাশিয়ার সঙ্গে সংলাপ নিয়ে জেলেনস্কি বলেন, ধীরে ধীরে কঠিন হচ্ছে শান্তি আলোচনার পথ।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা এটি ৮০ বছর আগে দেখেছি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। কেউ ভবিষ্যদ্বাণী করতে পারবে না, কখন আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে।

এছাড়াও প্রাত্যহিক রাত্রীকালীন ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পৃথিবীকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিতেই হবে যে, রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইউক্রেনের জন্য আরও অস্ত্র সরবরাহ এবং নো-ফ্লাই জোন বাস্তবায়নের তাগিদ দেন জেলেনস্কি।

এদিকে প্রথমবারের মতো পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে একে সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ বলে তীব্র সমালোচনা করেছে মস্কো।

পশ্চিমাদের আহ্বানে আজ এক জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তুরস্ক। মস্কোর পর, আজ কিয়েভে যাবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে।

অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ যুদ্ধের ২২তম দিন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর