শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না, আশ্বাস সৌদি পররাষ্ট্রমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৬ মার্চ, ২০২২ ১:৩৭ : অপরাহ্ণ
আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ইউক্রেনে রাশিয়ার হামলার মুখে বিশ্ববাজারে অস্থিরতা বাড়লেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি যা-ই হোক না কেন, বাংলাদেশে তেলের সরবরাহ স্থিতিশীল থাকবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

আব্দুল মোমেন বলেন, ‘বৈঠকে দেশের ইকোনোমিক জোনে সৌদি বিনিয়োগ ও হজ কার্যক্রম সহজ করা নিয়ে আলোচনা হয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশি হজযাত্রীদের শতভাগ ভিসা দেওয়ার অনুরোধ করেছি। আমাদের আশা, শতভাগ ভিসা অনুমোদন হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতি বছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে, মাত্র ৮০ জন শিক্ষার্থী যায়। বৈঠকে এটি নিয়ে আলোচনা হয়েছে। কোটা কেন পূরণ হয় না, সেটা আমাদের দেখতে হবে।’

আব্দুল মোমেন বলেন, ‘সৌদি আরব ৫০ বিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। আমরা এ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছি।’

বৈঠকে দুই দেশের মধ্যে প্রশাসনিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি এবং সৌদির আল ফয়সাল ইনস্টিটিউট ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে ফয়সাল বিন ফারহানের। বুধবার বিকেলেই সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর