বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের, তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালত


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ মার্চ, ২০২২ ১২:১৪ : অপরাহ্ণ

ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে।

পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে নিন্দা জানাতে প্রস্তাব করেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

তার এই প্রস্তাবে সর্বসম্মতি দিয়েছেন মার্কিন সিনেটের সদস্যরা।

বিরল এই ক্রস-পার্টি ভোটের মাধ্যমে পুতিনকে যুদ্ধপরাধী আখ্যা দেওয়ার পাশাপাশি ইউক্রেন আক্রমণের বিষয়ে রুশ প্রেসিডেন্টর সিদ্ধান্তের তদন্ত করতে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বানও জানানো হয়েছে।

নিন্দা প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেনে মানবতার বিরুদ্ধে অপরাধ, সহিংসতা ও যুদ্ধাপরাধের নিন্দা জানাচ্ছে মার্কিন সিনেট। এই অপরাধ করছে রাশিয়ান বাহিনী।

ভোটাভুটির আগে মঙ্গলবার ডেমোক্রেটিক সিনেট নেতা চাক শুমার সিনেটে বক্তৃতা দেন।

তিনি বলেন, ‘ইউক্রেনের উপর হওয়া রুশ নৃশংসতার দায়ভার পুতিন এড়াতে পারবেন না। ইউক্রেনে নৃশংসতার চালানোর জন্য পুতিনকে জবাবদিহির আওতায় আনতে হবে।’

এদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদেরকে এখন ব্রিটেনসহ অন্য মিত্রদেশগুলোকে সঙ্গে নিয়ে একটি সেল গঠন করতে হবে। এর মাধ্যমে রাশিয়ার সামরিক বাহিনী যে যুদ্ধাপরাধে জড়িত সেটি মানুষের পৌঁছে দিতে হবে এবং (যুদ্ধপরাধে জড়িত) রুশ কমান্ডারদের নাম প্রকাশ্যে আনতে হবে’।

আজ বুধবার রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাত ২১ দিনে গড়িয়েছে। ইতিমধ্যেই ইউক্রেনের ১০টি বড় শহরের দখল নিয়ে নিয়েছে পুতিন-বাহিনী।

সূত্র: বিবিসি ও আলজাজিরা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর