শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

হোসেনি দালানে জঙ্গি হামলা: জেএমবির ২ সদস্যের কারাদণ্ড



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২২ ১২:০৯ : অপরাহ্ণ

পবিত্র আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকার হোসেনি দালানে গ্রেনেড হামলার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

কারাদণ্ড পাওয়া দুই আসামির একজন হলেন আরমান ওরফে মনির। তাকে দশ বছর কারাদণ্ড দিয়েছেন।

আরেক আসামি কবীর হোসেন ওরফে রাশেদ ওরফে আসিফের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৬ আসামি খালাস পেয়েছেন।

তারা হলেন-আবু সাঈদ ওরফে সালমান, রুবেল ইসলাম ওরফে সুমন ওরফে সজীব, চান মিয়া, ওমর ফারুক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ ও শাহজালাল।

আজ মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় দেন।

২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে দুজন নিহত ও শতাধিক আহত হন।

এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় এসআই জালাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের অক্টোবর মাসে ১০ জঙ্গিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। ২০১৮ সালের ১৪ মে মামলাটি সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বদলি করা হয়।

চার্জশিটভুক্ত আসামিরা সবাই জেএমবির সদস্য। আসামিরা হলেন-ওমর ফারুক মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ, শাহজালাল মিয়া, চান মিয়া, কবির হোসাইন ওরফে রাশেদ, রুবেল ইসলাম ওরফে সজীব, আবু সাঈদ রাসেল ওরফে সোলায়মান, আরমান ওরফে মনির, মাসুদ রানা ও জাহিদ হাসান।

তাদের মধ্যে জাহিদ হাসান এবং মাসুদ রানা ‘নাবালক’ হওয়ায় তাদের বিচার চলছে শিশু আদালতে। আসামিদের মধ্যে আরমান, রুবেল ও কবির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় ৪৬ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর