শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ইউক্রেনে অচেনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২২ ১০:৪৬ : পূর্বাহ্ণ

মার্কিন কর্মকর্তাদের মতে, ইউক্রেনে রুশ বাহিনী এখন কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা অজানা ডিভাইসে সজ্জিত।

তারা নিউইয়র্ক টাইমসকে জানান, এ যুদ্ধাস্ত্র বাধা এড়িয়ে আঘাত করতে সক্ষম। এমনকি উল্টো দিকে আসা ক্ষেপণাস্ত্র ঠেকিয়েও দিতে পারে। খবর বিবিসি।

প্রচুর আলোচনা হলেও অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞরা ডিভাইসগুলোকে শনাক্ত করতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, ওই অচেনা ডিভাইসগুলো স্বল্প-পাল্লার ইস্কান্ডার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত। প্রতিটি প্রায় এক ফুট লম্বা এবং এতে এমন সরঞ্জাম রয়েছে যা রেডিও সংকেত তৈরি করে রাডার জ্যাম করে দিতে পারে।

এ ছাড়া প্রতিটি ডিভাইসে আগত ক্ষেপণাস্ত্র আকর্ষণ করার জন্য তাপ উৎস রয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ১৯৭০ এর দশক থেকে পারমাণবিক অস্ত্রগুলোকে এ ধরনের সহায়ক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

এর আগে সোমবার এক জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়া ৯০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর