রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় পেলো বাংলাদেশ



নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :১৪ মার্চ, ২০২২ ১১:১৭ : পূর্বাহ্ণ

১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশ। আর সেই মঞ্চই এনে দিল বাংলাদেশের ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্ত।

নর্দাম্পটনে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে ৬২ রানের জয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়ার পাশাপাশি নতুনের কেতন উড়িয়েছিল টাইগাররা।

২৩ বছর পর সেই স্মৃতিচারণ আরেকবার করতে হচ্ছে। ছেলেদের দেখানো পথে বাংলাদেশের মেয়েরাও পেয়েছে ঐতিহাসিক জয়।

আর প্রতিপক্ষও সেই একই, পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে নিজেদের অভিষেক ওয়ানডে নারী ক্রিকেট বিশ্বকাপে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা।

নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সিডন পার্কে পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে টাইগ্রেসরা।

বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের জবাব দিতে নেমে ওপেনার সিদরা আমিনের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২২৫ রান করে পাকিস্তান।

এর আগে ব্যাটিংয়ে নেমে ফারজানা হক পিংকির ফিফটির সুবাদে ৭ উইকেটে ২৩৪ রান করে টাইগ্রেসরা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ সূচনা পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৯১ রানের পার্টনারশিপ গড়েন নাহিদা খান ও সিদরা আমিন।

৬৭ বলে ৪৩ রান করে নাহিদা সাজঘরে ফিরলেও আমিন দলের হাল ধরেন অধিনায়ক বিসমাহ মারুফের সাথে।

দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৬৪ রানের জুটি। ৪৮ বলে ৩১ রান করে অধিনায়ক বিদায় নিলে পাকিস্তান খেই হারায়।

টপ অর্ডার ছাড়া পাকিস্তানের অন্য ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতে পারেননি বাংলাদেশের সামনে। ১৮৩ রানে পাকিস্তান তৃতীয় উইকেট হারানোর পর একে একে উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ।

আমিন এক প্রান্ত আগলে রেখে শতক তুলে নিলেও পাকিস্তানকে জেতাতে পারেননি। ১৪০ বলে ১০৪ রান করে নবম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তিনি।

শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২২৫ রান।

বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন তিনটি এবং রুমানা আহমেদ দুটি উইকেট শিকার করেন।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফাহিমা।

ব্যাটিংয়ে নেমে উইকেটরক্ষক শামীমা সুলতানা (১৭) ও শারমিন আক্তার (৪৪) ওপেনিংয়ে দুর্দান্ত শুরু এনে দেন বাংলাদেশকে।

এরপর ফারজানার ১১৫ বলে ৭১ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৬৪ বলে ৪৬ রানের সুবাদে লড়াকু পুঁজি দাঁড় করায় টাইগ্রেসরা।

ইনিংসের শেষ দিকে রানের গতি ধীর হয়ে আসে বাংলাদেশের। রুমানা আহমেদের ১৬ ও রিতু মনির ১১ দলকে দুইশ’ পেরোনো সংগ্রহ এনে দেয়।

ফাহিমা খাতুন রানের খাতা খুলতে পারেননি। সালমা খাতুন ১১ ও নাহিদা আক্তার ২ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নশ্রু সান্ধু।

চলতি নারী নারী বিশ্বকাপে তৃতীয় ম্যাচ খেলতে নেমে জয়ের দেখা পেল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে তারা হারে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশের মেয়েরা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর