শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

আমি ক্ষমতায় থাকলে পুতিন কখনও যুদ্ধ শুরু করতেন না: ট্রাম্প


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ মার্চ, ২০২২ ৬:২৯ : পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বলতা ও অযোগ্যতাকে দায়ী করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউক্রেন-রুশ সংকট তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে-এমন আশঙ্কা করে তিনি বলেন, ‘আমি ক্ষমতায় থাকলে পুতিন কখনো যুদ্ধ শুরু করতেন না।’

শনিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার ফ্লোরেন্সে রিপাবলিক পার্টির সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পূর্ব ইউরোপের সহিংস সংঘাতের সব আলোচনার জন্য এটি এক ভয়াবহ সংকট। আমরা সাহায্য করতে যাচ্ছি এবং আমরা যা করতে পারি তাই করছি। কারণ রক্তপাতের দিকে কেউ আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেন না… সেখানে যা ঘটছে, সেটি অনেক মানুষের প্রতি শ্রদ্ধার অভাব এবং আরও অনেক কিছু।’

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘শ্রদ্ধাবোধের অভাবের কারণে ইউক্রেন আক্রমণ করেছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে যুদ্ধের একটি বড় কারণ হলো যুদ্ধের প্রতি পুতিনের আত্মত্যাগ।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে। আমি দেখছি কী ঘটছে। কারণ আপনি যদি মনে করেন পুতিন থেমে যাবেন, তাহলে এই পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। পুতিন থামবেন না। আর তার সঙ্গে কথা বলার মতো আমাদের কেউ নেই। রাশিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত আমার মতো কেউ কঠোর হয়নি।’

রাশিয়ার বিরোধিতায় ইউক্রেনকে সহায়তা করার জন্য দেশটিতে কীভাবে ট্যাংক-বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিলেন সে বিষয়েও কথা বলেছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘ওবামা-বাইডেনকে মনে আছে? তারা কম্বল পাঠিয়েছে। আমি জ্যাভেলিন পাঠিয়েছিলাম। জ্যাভেলিন কী তা আপনারা জানেন; ট্যাংক-বিধ্বংসী অস্ত্র।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর