সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে রিট



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ মার্চ, ২০২২ ১২:৫৫ : অপরাহ্ণ

আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রিটে নতুন ভোটার তালিকা না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে বলা হয়েছে।

এছাড়া রিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটির সংবিধান লঙ্ঘন বিষয়ে বার কাউন্সিলের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে।

আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আহমদ বাদল এ রিট দায়ের করেন।

এদিকে নির্বাচনকে ঘিরে জমে উঠেছে দুটি প্রধান রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীদের প্রচার-প্রচারণা।

এবারের নির্বাচনে জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকিরকে সভাপতি ও অ্যাডভোকেট মো. আব্দুন নূর দুলালকে সম্পাদক প্রার্থী করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে সভাপতি ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক প্রার্থী করা হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর