শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

কিয়েভের কাছাকাছি রুশ সেনাবহর, আতঙ্কে রাজধানী ছাড়ার হিড়িক



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ মার্চ, ২০২২ ৩:০৩ : অপরাহ্ণ

ইউক্রেন অভিযানের তৃতীয় সপ্তাহে এসে রাজধানী কিয়েভের খুব কাছাকাছি চলে এসেছে রাশিয়ার বিশাল সেনাবহর।

যে কোনো সময় কিয়েভে বড় লড়াই শুরু হতে পারে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ট্যাংক, সাঁজোয়া যান, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম সজ্জিত প্রায় ৪০ মাইল দীর্ঘ রুশ বহরটি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে আর মাত্র ৩ কিলোমিটার দূরে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা।

ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রুশ সেনারা গত ২৪ ঘণ্টায় কিয়েভ অভিমুখে আরও ৫ কিলোমিটার অগ্রসর হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা ম্যাক্সার টেকনোলজিস জানিয়েছে, রুশ সেনা কনভয়গুলোকে শেষবার আন্তোনভ বিমানবন্দরের উত্তর-পশ্চিমে দেখা গিয়েছিল। কিন্তু এখন সেগুলো পার্শ্ববর্তী শহরে অবস্থান নিয়েছে। অন্যান্য ছবিগুলোতে দেখা যাচ্ছে, কিছু কনভয় লুবিয়াঙ্কার কাছেও অবস্থান নিয়েছে এবং কিয়েভের কাছাকাছি আর্টিলারি স্থাপন করেছে।

কিয়েভের কাছাকাছি রুশ সেনাবহর, আতঙ্কে রাজধানী ছাড়ার হিড়িক

এদিকে রুশ বহরটির ভয়ে ও আতঙ্কে বাসস্থান ছেড়ে গেছেন কিয়েভের প্রায় অর্ধেক নাগরিক। খবর স্কাই নিউজের।

শহরের মেয়র ভিতালি ক্লিৎশকো বলেছেন, কিয়েভ এখন একটি দুর্গ। এর প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন, প্রতিটি চেকপয়েন্ট সুরক্ষিত।

চলমান অভিযানে যারা রুশ সেনাদের হামলা করবে, তাদেরকে নির্বিচারে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে সতর্কবার্তা দিয়েছে ক্রেমলিন।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বেসামরিক স্থাপনা বা লোকজন রুশ সেনাদের লক্ষ্য নয়। কিন্তু কোনো বেসামরিক ব্যক্তি বা গোষ্ঠী যদি রুশ সেনাবাহিনীকে হামলা করে, সেক্ষেত্রে অবশ্যই তাকে বা তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর