শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে যে অনুরোধ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ মার্চ, ২০২২ ৭:১৬ : পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এক আবেগঘন ভাষণ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ভাষণে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যুক্তরাজ্যকে অনুরোধ জানান।

মঙ্গলবার রুশ আগ্রাসনের বিরুদ্ধে এবং ইউক্রেনের পক্ষে জনমত গড়ে তুলতে ভার্চুয়ালি তিনি এই ভাষণ দেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, জেলেনস্কির এই ভাষণকে ব্রিটিশ আইনপ্রণেতারা দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন।

ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমরা হাল ছেড়ে দেবো না। আমরা কিছুতেই হারবো না। দেশের জন্য যেকোনো মূল্যে আমরা লড়াই চালিয়ে যাবো। যুদ্ধ চালিয়ে যাবো বনে-জঙ্গলে, ক্ষেতে-খামারে, পথে-প্রান্তরে, জলে-স্থলে, আকাশে-বাতাসে, নদীর তীর থেকে তীরে। আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো। এ লড়াই চালিয়ে নিতে আমরা সকলের সহায়তা চাই।’

আরও পড়ুন: রাশিয়ার চাপে মাথা নত? তিন প্রশ্নে আপসে রাজি জেলেনস্কি

এ সময় রাশিয়াকে সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। তিনি মস্কোর ওপর যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞা জারি করতেও আহ্বান জানান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোনো ব্রিটিশ আইনপ্রণেতা এই ভাষণ না শুনে থাকলে সেক্ষেত্রে তিনি যেন পরবর্তীতে তা শুনে নিতে পারেন, সেজন্য জেলেনস্কির ভাষণ রেকর্ড করে রাখা হয়েছে।

যুক্তরাজ্যের জাতীয় রাজনীতিতে বেশি প্রভাব বিস্তারকারী পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এর আগে ৪ জন বিদেশি শীর্ষনেতা আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণ দিয়েছেন।

তারা হলেন-সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, বিল ক্লিনটন, বারাক ওবামা ও জার্মানির চ্যান্সেলর অ্যানজেলা মের্কেল। জেলেনস্কি এই তালিকার ৫ম ব্যক্তি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর