নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :৯ মার্চ, ২০২২ ৬:১১ : অপরাহ্ণ
শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট থেকে বিশ্রাম চেয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব আল হাসান।
তার ওই দাবি মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিবকে জাতীয় দলের সব ফরম্যাটের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি।
শুধু তাই নয়, সাকিব দুবাই থেকে ফিরলে তার কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে বিসিবি।
আজ বুধবার বিকেলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায়।
সম্প্রতি বিজ্ঞাপনের কাজের জন্য সাকিব আল হাসান দুবাইয়ে যাওয়ার আগে ক্রিকেট থেকে কিছুদিনের জন্য বিশ্রাম চেয়েছিলেন।
তখন থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। এ নিয়ে বোর্ড সভাপতি, টিম ডিরেক্টরও বেশ কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আজ দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সাকিবের সঙ্গে কথা হয়েছিল আমাদের। তাকে বলেছি, তোমার প্ল্যানটা বলো। সে বললো, আমি এখনো মনে করি শারীরিক ও মানসিকভাবে আনফিট। সে জন্য বললো দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাচ্ছে না। সে এটা স্কিপ করতে চাচ্ছে। যেহেতু সাকিবই খেলতে চাইছে না, সেহেতু আমরা তাকে এখন ছুটি দিচ্ছি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে বিরতি দেয়া হয়েছে।
জালাল ইউনুস জানান, বৃহস্পতিবার রাতে সাকিব দুবাই থেকে ঢাকা ফেরার পর পরশু তার সঙ্গে আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা। সে আলোচনায় বিসিবি সাকিবের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে।
সাকিবকে বিশ্রাম দেয়ায় শুধু দক্ষিণ আফ্রিকা সফরই নয়, মিস করবেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটও।
আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে সাকিব মোহামেডানের হয়ে খেলার কথা ছিল। জার্সি উন্মোচন করেই দেশ ছেড়েছেন তিনি।
আগামী ১১ মার্চ তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগে ঘোষিত দুই ফরম্যাটেই ছিল সাকিবের নাম।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় সব ফরম্যাটে খেলবেন সাকিব।
তবে গত ৬ মার্চ সাকিব জানান, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না তিনি। শুধু তাই নয়, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট হতে একটা বিরতিও চান সময়ের সেরা এই অলরাউন্ডার।
বিষয়টি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমকে ক্ষোভ প্রকাশ করেন বিসিবির পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
তিনি বলেন, সাকিব অবসর নিলে নিক। কিন্তু হুট-হাট বিশ্রাম নেওয়ায় তরুণদের তারা তৈরি করতে পারছেন না। পরিকল্পনা করে সামনেও এগোতে পারছেন না। যেকোন ক্রিকেটারের ছুটি দরকার হলে বোর্ডকে আগে থেকে জানানোর পরামর্শও দেন তিনি।