রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ মার্চ, ২০২২ ১:১৮ : অপরাহ্ণ
ইউক্রেনের সুমি শহর ও আশপাশের এলাকায় গতকাল সোমবার রাতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।
এ ঘটনায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। শহরটির আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধান দিমিত্র ঝিভিৎস্কি এ তথ্য জানিয়েছেন।
ঝিভিৎস্কির ফেসবুক পোস্টের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
সুমি শহরের সামরিক প্রশাসন প্রধান দিমিত্র ঝিভিৎস্কি ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, স্থানীয় সময় রাত ১১টায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় শিশুসহ ১০ জনের বেশি নিহত হয়েছেন।
ওই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, শিশুদের হত্যা করা হচ্ছে। এর জন্য আমরা কখনই ক্ষমা করবো না।
তবে স্বাধীনভাবে ঝিভিৎস্কির দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর ইউক্রেনে ২৭ শিশুসহ ৪০৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ।
আরও পড়ুন:
৩ শর্ত মানলে ইউক্রেনে হামলা বন্ধ করবে রাশিয়া
যুদ্ধক্ষেত্রেই বিয়ে করলেন দুই ইউক্রেনীয় সেনা (ভিডিও)