শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

তৃতীয় যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, ইউক্রেন বললো, ও সব ‘নাটক’



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ মার্চ, ২০২২ ১:২৮ : অপরাহ্ণ

সাধারণ মানুষকে সরে যাওয়ার সুযোগ করে দিতে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ কিয়েভসহ খারকিভ, মারিওপোল ও সুমি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

এ নিয়ে তৃতীয়বার যুদ্ধবিরতির ঘোষণা দিলো রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মস্কোভিত্তিক বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মস্কোর স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যদিও ইউক্রেন বলছে, এ সবই রাশিয়ার ‘নাটক’। কারণ এর আগে যুদ্ধবিরতি ঘোষণা করেও রুশ সেনারা আক্রমণ চালিয়েছে রাজধানী কিয়েভসহ বহু শহরে। এতে অনেক মানুষ নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দিন দু’য়েক আগে ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। মনে করা হচ্ছে, তার জেরেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: দাবি মানলে তবেই যুদ্ধ বন্ধ হবে, ইউক্রেনকে কড়া বার্তা পুতিনের

যদিও একে আমল দিতে নারাজ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

তাদের অভিযোগ, এর আগে দু’বার ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। কিন্তু প্রতিবারই সেই বিরতি ভেঙে হামলা চালিয়েছে রাশিয়া।

এদিকে রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার জন্য রুশ বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করেছেন।

চলমান যুদ্ধ পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফের দেওয়া বিবৃতিতে এ সতর্কতা দেওয়া হয়েছে।

এছাড়া রুশ বাহিনী পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমি ও দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলায়িভকে ঘেরাও করে রাখার প্রচেষ্টা চালাচ্ছে বলে ইউক্রেনের কয়েকজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন।

আজ সোমবার ১২ দিনে পড়লো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আজ দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে তৃতীয় দফা বৈঠক হওয়ারও কথা রয়েছে।

আরও পড়ুন:

নো-ফ্লাই জোন হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, পুতিনের হুঁশিয়ারি

আগুনে ঘি ঢালবেন না, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর