রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ মার্চ, ২০২২ ১১:৩১ : অপরাহ্ণ
যুদ্ধক্ষেত্রে থেকে থেকে বোমা বর্ষণ হচ্ছে। রুশ ক্ষেপণাস্ত্র হানায় কেঁপে উঠছে মাটি। সেখানেই কিছুক্ষণের জন্য বন্দুক নামিয়ে সেনা ক্যাম্পে লিসিয়ার হাতে ফুল তুলে দিলেন ভ্যালেরি। বাকি জীবন একসঙ্গে থাকার শপথ নিলেন ওরা!
ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে তারা এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।
তাদের সেই সাদামাঠা কিন্তু আকর্ষণীয় বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
সেখানে দেখা গেছে, কনে লেসিয়ার হাতে দেখা যায় ফুলের তোড়া। তাদের দুজনকে গান গেয়ে শোনাচ্ছিলেন সহযোদ্ধা সেনারা।
এরমধ্যে এক সেনা ঐতিহ্যবাহী ইউক্রেনীয় বাদ্যযন্ত্র পরিবেশন করছিলেন।
লিসিয়া ও ভ্যালেরি কোনও সাধারণ নাগরিক নন।
দু’জনেই ইউক্রেনীয় সেনার ১১২ নম্বর ব্রিগেডের জওয়ান। একদিকে যেমন জীবন বিপন্ন করে দেশের জন্য লড়ছেন, তেমনই সম্পর্ককেও স্বীকৃতি দিলেন তারা।
লিসিয়া ও ভ্যালেরি গত ২২ ধরে প্রেম করছেন। যুদ্ধ শুরু হতেই গত ২৪ ফেব্রুয়ারি চাকরি ছেড়ে দেন নববধূ।
তিনি ইউক্রেনের টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে যোগ দেন। এই যুগলের এক মেয়েও রয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই যুগলের দেখা হয়নি। শেষ পর্যন্ত তারা রোববার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।
প্রসঙ্গত, ক’দিন আগে ইউক্রেনের ওডেশা শহরের একটি বাঙ্কারে বিয়ে সারেন আরও এক ইউক্রেনীয় যুগল ক্লেভেত ও নাতালিয়া।
https://twitter.com/Vitaliy_Klychko/status/1500436067891269633?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1500436067891269633%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.indianexpress.com%2Fviral%2Flove-in-the-time-of-war-ukrainian-couple-gets-married-on-the-frontline-417435%2F