রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ মার্চ, ২০২২ ১২:২৬ : পূর্বাহ্ণ
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হঠাৎ রাশিয়া সফর করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নাফতালি বেনেট বৈঠক করেছেন। ।
শনিবার মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে নাফতালির মুখপাত্র।
বৈঠকে ইউক্রেন-রাশিয়ার সংঘাত নিয়ে আলোচনা হয় এবং এই সংঘাত বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইসরায়েল।
প্রায় আড়াই ঘণ্টা আলোচনা করেন এই দুই নেতা। খবর আল জাজিরার।
আরও পড়ুন: নো-ফ্লাই জোন হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, পুতিনের হুঁশিয়ারি
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেটজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র ইসরায়েল ইউক্রেনে রাশিয়ান আক্রমণে কিয়েভের প্রতি সংহতি জানিয়েছে এবং দেশটিতে মানবিক সহায়তা পাঠাচ্ছে। তারপরও তারা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংকট অবসানের আশায় মস্কোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিসের বরাতে বিবিসি অনলাইন জানিয়েছে, এই বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে আগেই বলা হয়েছে।
ইসরায়েল প্রকৃতই সংকট সমাধানে মধ্যস্থতা করতে চায় কিনা এই নিয়ে বির্তর্ক ছিল। কারণ শুরুতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেনি ইসরায়েল এমনটাই বলা হয়েছিল। কিন্তু রাশিয়া যখন বিশ্ব থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে ঠিক সেই সময়ে নাফতালির মস্কো সফর ভিন্ন কিছুর আভাসই মনে করা হচ্ছে।
এর আগে ইসরায়েলের পক্ষ থেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয়। চলমান সংকটে দুই নেতার বৈঠককে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
আরও পড়ুন:
ইউক্রেনের ২ শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
তিনটি গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে গেছেন জেলেনস্কি