বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

বান্দরবানে জেএসএস ও মগবাহিনীর মধ্যে গোলাগুলি, নিহত ৪



প্রতিনিধি, বান্দরবান প্রকাশের সময় :৬ মার্চ, ২০২২ ১:৪৩ : অপরাহ্ণ

বান্দরবানের রুমার পাইন্দু‌তে জেএসএস ও মগবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ রোববার বেলা ১১টার দিকে রোয়াংছ‌ড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তী‌র থেকে চারজ‌নের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মরদেহগুলো ঘটনাস্থলে পড়ে আছে। উদ্ধারের জন্য সেখানে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে সংঘাতের ঘটনা ঘটেছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, শনিবার নয়াপাড়া এলাকা থেকে জেএসএসের সশস্ত্র কমান্ডার ও চাঁদা আদায়কারী উনমং মরমাকে ধরে নিয়ে যায় মগবাহিনী। তানবনপাড়ার দিকে যাচ্ছিল তারা। পথে ফাইস্যাঝিড়ি নামক স্থানে তারা পৌঁছালে গুলি ছোড়ে জেএসএস সদস্যরা। চলে দুপক্ষের গোলাগুলি। এতে চারজন নিহত হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর