রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

সীমান্তে আবারও বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত



প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :৬ মার্চ, ২০২২ ১১:৪১ : পূর্বাহ্ণ

২১ দিনের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর বিলগাথুয়া সীমান্তে বিএসএফের গুলিতে লিটন বিশ্বাস (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

লিটন বিশ্বাস উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার রাত লিটন বিগগাথুয়া সীমান্তের ১৫১/৬ এক্স পিলারের কাছে মাঠে যায়। অসাবধানতাবশত সে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় লিটন গুলিবিদ্ধ হলে বিএসএফ সদস্যরা গুলিবিদ্ধ লিটনকে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ লিটন মারা গেছে বলে রোববার সকালে জানা যায়।

লিটনের চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য মো. ইসলাম জানান, লিটন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত। কোনো কারণে হয়ত সে মাঠে গিয়েছিল।

স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জানান, লিটন বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

বিজিবি প্রাগপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আমজাদ আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে লিটনের মৃত্যুর খবর পেয়েছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে ফরিদুল ইসলাম (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর