রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ মার্চ, ২০২২ ১:৪৮ : অপরাহ্ণ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন অবশ্যই জয়ী হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

তিনি বলেছেন, চলমান রুশ অভিযানে ইউক্রেনের পরাজয় এখন আর অবশ্যম্ভাবী নয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ আশার কথা শোনান।

তবে এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা বলতে না পারেননি তিনি।

সাক্ষাৎকারে ইউক্রেনের জনগণের অসাধারণ প্রতিরোধের প্রশংসা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মস্কো যদি কোনোভাবে ইউক্রেনের সরকারকে উৎখাত করে নিজের পুতুল সরকারকে ক্ষমতায় বসায় তাহলেও সাড়ে ৪ কোটি ইউক্রেনীয় কখনো সেই সরকারকে মেনে নেবে না।’

অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে পরিকল্পনা করেছিলেন, এই যুদ্ধ এরইমধ্যে তার ধারনার বাইরে চলে গেছে।

আরও পড়ুন:

ইউক্রেনের ২ শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

তিনটি গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে গেছেন জেলেনস্কি

বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন ব্লিংকেন।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বিবিসিকে বলেন, ‘ইউক্রেনকে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সবকিছু করতে প্রস্তুত।একইসঙ্গে পুতিনের শুরু করা এই যুদ্ধ বন্ধে রাশিয়ার উপরে চাপ বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।’

এই যুদ্ধে ইউক্রেনীয়রা কি জয় পাবে-এমন প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কখনো না কখনো অবশ্যই জয় পাবে। আমি বলতে পারছি না এই জয়ের জন্য কত সময় লাগবে। তবে রাশিয়া এই সাড়ে ৪ কোটি ইউক্রেনীয়কে বশীভূত করতে পারবে না।’

রাশিয়ার হামলা নিয়ে উদ্বেগ জানিয়ে ব্লিংকেন বলেন, ‘রাশিয়ার বাহিনী বর্বর পদ্ধতিতে ইউক্রেনের নাগরিকদের উপরে হামলা চালিয়েছে। এর ফলে ইউক্রেনের মানুষকে ভয়ঙ্করভাবে ভুগতে হচ্ছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর