শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

নো-ফ্লাই জোন হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, পুতিনের হুঁশিয়ারি


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ মার্চ, ২০২২ ১০:৩১ : অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘যদি কোনো দেশ ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন আরোপ করতে চায় তাহলে তারাও রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়েছে বলে ধরে নেবে মস্কো।’

আজ শনিবার রাশিয়ার সরকারি বিমান সংস্থা অ্যারোফ্লটের নারী ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাছে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

এই খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে পুতিন বলেন, ‘নো-ফ্লাই জোন আরোপ করা শুধু ইউরোপ নয়, সমগ্র বিশ্বের জন্য বিশাল এবং বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে।’

প্রসঙ্গত, সামরিক প্রেক্ষাপটে নো ফ্লাই জোন মানে হলো সেই এলাকা যেখানে নজরদারি এবং আক্রমণ প্রতিরোধ করার জন্য বিমান প্রবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু সেনাবাহিনী দ্বারা এটি কার্যকর মানে হলো, ওই জোনে বিমান প্রবেশ করলে গুলি করে তা ভূপাতিত করা।

এ দিকে ন্যাটো নো ফ্লাই জোন ঘোষণা না করায় তিরস্কার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি ন্যাটোকো ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ন্যাটো তা প্রত্যাখ্যান করে।

এটাকে ন্যাটোর ‘দুর্বলতা’ এবং ‘ঐক্যের অভাব’ বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।

তার এই আহ্বানের ব্যাপারে ন্যাটো বলেছে, ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করলে যুদ্ধ আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে এবং অনেক দেশ তাতে জড়িয়ে যাবে।

এদিকে রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, ‘সামরিক আইন জারি করা হবে শুধুমাত্র বাইরের দেশ থেকে হামলা হলেই…..এই মুহূর্তে এ ধরনের কোনো পরিকল্পনা নেই এবং আশা করি আমাদের এটার দরকার হবে না।’

টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে পুতিন আরও বলেন, ‘রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে।’

আরও পড়ুন: 

ইউক্রেনের ২ শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

তিনটি গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে গেছেন জেলেনস্কি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর