নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ মার্চ, ২০২২ ৯:১৭ : অপরাহ্ণ
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ওঠা প্রস্তাবে ভোটদানে বিরত থাকার ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের জবাব দেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের ভোটদানে বিরত থাকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শান্তি চাই, সে জন্য আমরা যুদ্ধ চাই না। যুদ্ধের বিরুদ্ধে আমরা। যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি।’
গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়।
এ প্রস্তাবে ১৯৩ সদস্য দেশের পরিষদে ভোটদানে বিরত ছিল বাংলাদেশসহ ৩৫টি দেশ। সমর্থন দিয়েছে ১৪১ দেশ এবং বিপক্ষে ভোট পড়েছে রাশিয়াসহ পাঁচ দেশের।
বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ভোটদানে বিরতি ছিল। এছাড়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান, ইরাক, ভিয়েতনামের পাশাপাশি উগান্ডাসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ ভোটদানে বিরত ছিল।
আরও পড়ুন: ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান জাতিসংঘ সনদের পরিপন্থী: মির্জা ফখরুল
পররাষ্ট্রমন্ত্রী মোমেনের কাছে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের একই অবস্থান। আমরা শান্তি চাই। বিশ্বে স্থিতিশীলতা চাই। কোথাও অস্থিতিশীল হলে আমাদের অসুবিধা হয়। কোভিডের সময় দেখেছেন, কোথাও অস্থিতিশীল হলে আমাদের ব্যবসা-বাণিজ্যে আঘাত পড়ে। কোনো দেশের অস্থিতিশীলতা দেখা দিলে আমাদের ম্যানপাওয়ারের সমস্যা হয়।’
বাংলাদেশ শান্তি চায় এবং পৃথিবীতে শান্তির সবচেয়ে বড় প্রবর্তক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ মীমাংসার কথা বলেছি। আমরা জাতিসংঘেও একই কথা বলেছি। আমরা বলেছি, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শান্তির মাধ্যমে আলোচনার মাধ্যমে যাতে সমাধান হয়। আমরা দায়িত্ব দিয়েছি, জাতিসংঘের মহাসচিব… শুড টেক অ্যা ইনিশিয়েটিভ, যাতে শান্তিপূর্ণ সমাধান হয়।’
ইউক্রেনের বিভিন্ন জায়গায় বা পাশের দেশগুলোতে ভারতীয় নাগরিকদের সঙ্গে বাংলাদেশিরাও আটকে আছেন। তাদের উদ্ধারে ভারতের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমরা ভারতের সঙ্গে নিয়মিত আলোচনা করছি। তারা আমাদের সহায়তা করছে।’
‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে কারা হামলা করেছে, সে বিষয়ে বাংলাদেশ কোনো তথ্য পেয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে জাহাজে বোমা মেরেছে আমরা জানি না। রাশিয়া দুঃখ প্রকাশ করেছে। আগুন আমাদের নাবিকরা নিভিয়েছে। খুব বড় ড্যামেজ হয়নি। যেহেতু নাবিকরা ভয় পাচ্ছেন সেহেতু আমরা তাদের উঠিয়ে নিয়ে আসছি।’
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব, ভোট দেয়নি বাংলাদেশ