রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ মার্চ, ২০২২ ১১:১৪ : পূর্বাহ্ণ
ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন রাশিয়ার আন্দ্রে সুখোভেটস্কি নামে এক শীর্ষ মেজর জেনারেল। এই ঘটনাকে পুতিন প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত খবরে বলা হয়, আন্দ্রে সুখোভেটস্কি ছিলেন রাশিয়ান ৯ম এয়ারবর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল এবং ৪১তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর একজন ডেপুটি কমান্ডার।
এ পর্যন্ত রুশ-ইউক্রেন সংঘাতে মারা যাওয়া সবচেয়ে উচ্চপদস্থ রুশ সামরিক কর্মকর্তাও তিনি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মেজর জেনারেল সুখোভেটস্কি স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন।
ইউক্রেন হামলার অষ্টম দিনে হালনাগাদ তথ্য জাতির উদ্দেশে প্রকাশ করার বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান এক জেনারেলের মৃত্যুর কথা।
এছাড়া রাশিয়ার দক্ষিণে ক্রাসনোদরে সেনা কর্মকর্তাদের সংগঠনও এই মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
প্রেসিডেন্ট পুতিনের পরিকল্পনামাফিক যে যুদ্ধটি হচ্ছে না, এই ঘটনাকে তারই আরও একটি সূচক বলে অভিহিত করছে বিশ্লেষকরা।
আরও পড়ুন:
রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফার বৈঠকেও সমাধান আসেনি
পারমাণবিক বোমারোধী বিমান উড়ালো যুক্তরাষ্ট্র!
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
যেসব পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া