রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ মার্চ, ২০২২ ১২:০৩ : অপরাহ্ণ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘স্বৈরশাসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে তারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। ইতিহাসে দেখা গেছে, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেন, তা হলে তারা আরও বিশৃঙ্খলা তৈরি করবেন।’
স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নিজের প্রথম ভাষণে তিনি এসব কথা বলেন ।
প্রতিবছরের শুরুতে কংগ্রেস সদস্যদের উদ্দেশে এই ভাষণ দিতে হয় মার্কিন প্রেসিডেন্টকে।
ভাষণটির আনুষ্ঠানিক নাম ‘স্টেট অব দ্য ইউনিয়ন স্পিচ’।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘কোনো রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে। ‘স্বাধীনতা-প্রেমী জাতিগুলোর’ জোট-ন্যাটো যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে। আর যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেখিয়েছে পাশ্চাত্য ইউক্রেনের পাশে আছে।’’
বাইডেন বলেন, ‘ছয়দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুক্ত বিশ্বের ভিত নাড়িয়ে দিতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন এটাকে তিনি তার ভয়ঙ্কররূপে আঘাত করতে পারবেন। কিন্তু তিনি হিসাবে ভুল করেছিলেন। পুতিন ভুল ছিলেন। আমরা প্রস্তুত ছিলাম।’
ইউক্রেনের জনগণের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা হচ্ছে ‘শক্তিশালী প্রাচীরের’ মতো, যেটি পুতিন কখনো কল্পনা করেননি।’
বাইডেন বলেন, ‘যদিও তিনি (পুতিন) যুদ্ধক্ষেত্রে সফলতা পেতে পারেন। কিন্তু তাকে দীর্ঘসময় চরম মূল্য দিতে হবে।’
এ সময় বাইডেন ইউক্রেনের লড়াইরত জনগণের প্রতি স্ট্যান্ডিং ওভ্যাশন দেন এবং পরিষদের সদস্যদের বলেন, ‘চলুন আমরা প্রত্যেকে, যদি দাঁড়াতে সক্ষম হই তাহলে দাঁড়িয়ে ইউক্রেন ও বিশ্বের প্রতি সুস্পষ্ট বার্তা দিই।’
এ সময় আইনপ্রণেতারা দাঁড়ান এবং করতালি দিয়ে হুঙ্কার দিচ্ছিলেন। কেউ কেউ হাতে ইউক্রেনের পতাকা নিয়ে নাড়ছিলেন।
সূত্র: বিবিসি