শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায়



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ মার্চ, ২০২২ ৭:১৫ : অপরাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায় এসে পৌঁছেছেন।

তিনি বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আজ মঙ্গলবার পিটার ডি হাস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী উত্তেজনাপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।

ঢাকায় মার্কিন দূতাবাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, পিটার হ্যাস এর আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক অ্যাকটিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত বছরের ডিসেম্বরে মার্কিন সিনেট পিটার ডি হ্যাসকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।

হ্যাস এর আগে তিনি ভারতের মুম্বাইয়ে বাণিজ্যনীতি ও সমঝোতা বিষয়ক উপ-সহকারী সচিব হিসেবে কাজ করেছেন এবং মার্কিন কনস্যুলেট জেনারেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া পিটার হ্যাস এর আগে লন্ডন, রাবাত, ওয়াশিংটন, পোর্ট অব প্রিন্স ও বার্লিনে কূটনীতিক হিসেবে কাজ করেছেন।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূত দ্রুত পরিচয়পত্র পেশ করবেন।

পিটার হাস একজন বাণিজ্য ও অর্থনীতি দর-কষাকষি বিশেষজ্ঞ হলেও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাৎপর্যময় সময়ে তার বাংলাদেশে আগমন।

তার আগমনের আগের দিনে মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে নতুন এক কোটি ফাইজার টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়াও সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী কোপ সাউথ নামের যৌথ মহড়া করেছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর