রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৩১ : অপরাহ্ণ
যুদ্ধ থামাতে চেয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন এবং রাশিয়া।
তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদর আশঙ্কা, তীরে এসে তরী ডুবতে পারে।
কেননা আলোচনার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে আলোচনাস্থল বেলারুস।
তাই বেলারুশের গোমেল শহরে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া যদি বেলারুশ থেকে ইউক্রেনে আক্রমণ না চালাতো, তাহলে দেশটির রাজধানী মিনস্কে আলোচনা করা সম্ভব ছিল।’
এর আগে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য বেলারুশে পৌঁছে রুশ প্রতিনিধিদল।
এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘অন্য যেকোনো শহরে আমাদের আপত্তি নেই-এমন একটি দেশ হতে হবে, যার ভূখণ্ড থেকে আমাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে না। এটিই একমাত্র পথ, যার মাধ্যমে সততার সঙ্গে আলোচনা হতে পারে এবং সত্যিই যুদ্ধের অবসান হতে পারে।’
জেলেনস্কি বলেন, ‘অবশ্যই আমরা শান্তি চাই, আমরা সাক্ষাৎ করতে চাই, যুদ্ধের অবসান চাই। ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকু-আমরা রশদের কাছে এসব শহরে আলোচনার প্রস্তাব করেছি।’
এদিকে টানা চতুর্থ দিনের মতো রাজধানী কিয়েভে রুশ সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা। কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা।
আরও পড়ুন:
চারদিক ঘিরে কিয়েভের দিকে আগাচ্ছে রুশ বাহিনী
রুশ হামলা ঠেকাতে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে মিত্ররা
সুইফট থেকে বাদ পড়ছে রাশিয়ার ব্যাংক, প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে
‘গরীবের গ্রেনেড’ বানাচ্ছেন ইউক্রেনীয় নারীরা