প্রতিনিধি, বান্দরবান প্রকাশের সময় :২৫ ফেব্রুয়ারি, ২০২২ ২:৩১ : অপরাহ্ণ
বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া নামক গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রামপ্রধান ও তার চার ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়ার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আবু পাড়ার গ্রামপ্রধান লক্কুই ম্রো এবং তার চার ছেলে নুক্কুই ম্রো, লেং নি ম্রো, মেনু ওয়াই ম্রো ও রিং রাও ম্রো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাড়াবাসীর সাথে কারবারি পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সকালে পাড়াবাসীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধলে পাড়াবাসীরা ধারালো অস্ত্র নিয়ে গ্রামপ্রধান ও তার ছেলেদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই গ্রামপ্রধান ও তার বড় ছেলে মারা যায়। পরে আরও তিন ছেলে মারা যায়।
গালেঙ্গ্যা ইউনিয়নের সচিব উবানু মারমা জানান, জুম চাষের জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে গ্রামপ্রধান লক্কুই ম্রোর বিরোধ ছিল। ওই জমির বিষয়ে বৃহস্পতিবার রাতে বৈঠক বসে। বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে স্থানীয়রা লক্কুই ও তার চার ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
রুমা থানার ওসি আবুল কাশেম চৌধুরী বলেন, ‘বাবা ছেলেসহ পাচজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আমরা বিষয়টি তদন্ত করছি।’