শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

ইসি গঠন: রাষ্ট্রপতির কাছে ১০ নাম জমা, শিগগিরই ৫ জনের নামে প্রজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৪ ফেব্রুয়ারি, ২০২২ ৮:৩১ : অপরাহ্ণ
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে সার্চ কমিটি। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে সার্চ কমিটি।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির হাতে এই তালিকা তুলে দেন কমিটির সদস্যরা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গভবনে যান সার্চ কমিটির সদস্যরা।

এসময় কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

তবে সার্চ কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শারীরিক অসুস্থতার কারণে সেখানে হাজির হতে পারেননি।

বঙ্গভবন থেকে বেরিয়ে রাত ৮টার দিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি তালিকা গ্রহণ করেছেন। যাচাইবাছাই শেষে এ নিয়ে দ্রুত নির্দেশনা দেবেন তিনি।’

১০ জনের নাম ঘোষণা হবে নাকি পাঁচজনের-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নিয়ম তো পাঁচজনের নাম ঘোষণার। যে পাঁচজনের নাম রাষ্ট্রপতি সিলেক্ট করবেন। সেই পাঁচজনের নামেই প্রজ্ঞাপন জারি হবে।

রাষ্ট্রপতি এই তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ দেবেন।

গত ৫ জানুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী এই কমিটি গঠন করা হয়।

সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাজনৈতিক দলের কাছ থেকে নামের প্রস্তাব চায় সার্চ কমিটি।

সেখানে ৩২২ জনের নামের প্রস্তাব আসে। পরে কমিটি দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কয়েক দফায় বৈঠকে বসে।

এরপর নিজেদের মধ্যে কয়েকটি বৈঠক করে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়।

সর্বশেষ নির্বাচন কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে।

এজন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

এরপর আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

এই কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয় ১৫ কার্যদিবস। তবে ১৭ দিনের মাথায় ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করেন তারা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর