শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৫:১৬ : অপরাহ্ণ

করোনাভাইরাস প্রতিরোধী টিকার তৃতীয় তথা বুস্টার ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুস্টার ডোজ হিসেবে তাকে ফাইজারের টিকা দেয়া হয়েছে।

আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানী মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার বুস্টার ডোজ নেন সাবেক এ প্রধানমন্ত্রী।

এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

টিকা নেয়া শেষে খালেদা জিয়ার অন্যতম চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগের নেতারা বিদেশ গিয়ে চিকিৎসা নিলেও খালেদা জিয়া সেই সুবিধা পাচ্ছেন না। তার রোগের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন।

গত ১৮ আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল।

গত বছর ২৭ এপ্রিল থেকে টানা ৫৪ দিন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এসময় তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করা হয়।

এর আগে ২০২০ সালের ২৫ মার্চ দীর্ঘ ২৫ মাস কারাভোগের পর তাকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেয়া হয়। আর সেই শর্ত হলো-বাসায় থেকে তাকে চিকিৎসা নিতে হবে। বিদেশে যেতে পারবেন না।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে অন্তরীণ ছিলেন।

প্রথমে তাকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হলেও গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর