শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

সড়ক দুর্ঘটনায় ৫ ভাইয়ের মৃত্যুর পর চলে গেলেন আরেক ভাইও



নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২২ ফেব্রুয়ারি, ২০২২ ১২:০৭ : অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় পাঁচ ভাইয়ের মৃত্যুর পর ১৩ দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রক্তিম শীলও মারা গেছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

দুর্ঘটনার পর থেকেই তিনি চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি সুরেশ চন্দ্রের মৃত্যুর দশদিন পর শ্রাদ্ধের আয়োজন শেষে ফেরার পথে কক্সবাজারের চকোরিয়ায় সড়ক দুর্ঘটনার শিকার হন তার স্ত্রী ও সন্তানরা।

সড়ক দুর্ঘটনায় ৫ ভাইয়ের মুত্যু

এতে নয় ভাইবোনের মধ্যে ঘটনাস্থলেই পাঁচ ভাইয়ের মৃত্যু হয়।

নিহতরা হলেন-অনুপম শীল (৪৭), নিরূপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০) ও স্মরণ শীল (২৯)।

এ দুর্ঘটনায় রক্তিম ও প্লাবন দুই ভাই এবং আরেক বোন হীরা আহত হন। হীরা শীলের একটি পা কেটে ফেলা হয়।

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় রক্তিমের অবস্থা আশঙ্কাজনক ছিল।

তিনি গত ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে থাকলেও ১৩ ফেব্রুয়ারি তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

সুরেশ চন্দ্রের মৃত্যুর পর মাত্র কয়েকদিনের ব্যবধানে ছয় ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবারের বাকি সদস্যরা। গত ১১ ফেব্রুয়ারি একসঙ্গে নিহত পাঁচভাইয়ের শ্রাদ্ধ সম্পন্ন হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর