বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

ইতালি থেকে ডাকে পিস্তল আনার ঘটনায় প্রাপক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ ফেব্রুয়ারি, ২০২২ ১০:১৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিদেশি ডাকে ইতালি থেকে গৃহস্থলি পণ্যের আড়ালে পিস্তল আনার ঘটনায় এর প্রাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মজুমদার কামরুল হাসান (৪০) চট্টগ্রাম আয়কর বিভাগের কর্মচারী। তিনি নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকার বাসিন্দা।

গতকাল সোমবার মধ্যরাতে হালিশহরে আই ব্লকের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মজুমদার কামরুল হাসান
গ্রেপ্তার আয়কর বিভাগের কর্মচারি মজুমদার কামরুল হাসান। ছবি: সংগৃহীত

নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরিফ হোসেন বলেন, কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক ইতালি থেকে আসা গৃহস্থালি পণ্যের চালান থেকে উদ্ধার করা পিস্তলের গন্তব্য ছিল কামরুলের সিজিএস কলোনির ঠিকানা। রোববার পার্সেলে পিস্তল আসার খবর জানাজানি হওয়ার পর কামরুল হালিশহরের আই ব্লকের শ্বশুর বাড়িতে গিয়ে লুকিয়ে ছিলেন। বন্দর থানার অনুরোধে হালিশহর থানাধীন আই ব্লকের ৬ নম্বর রোডের খালপাড় এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কামরুলকে রাতেই বন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

গত রোববার দুপুরে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ইতালি থেকে বৈদেশিক ডাকে আসা চালান পরীক্ষা করে গৃহস্থালি পণ্যের ভেতর চারটি পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ পায়।

ইতালির রোম থেকে রাজীব বড়ুয়া নামে এক ব্যক্তির বৈদেশিক ডাকে পাঠানো গৃহস্থলি পণ্যের এই চালানটি কামরুলের ঠিকানায় পাঠানো হয়েছিল।

কাস্টমস কর্মকর্তারা জানান, প্যাকেটটিতে ছিলো মূলত ফ্রাই ফ্যান, কসমেটিকস, হ্যান্ড ব্লেন্ডারসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী।

এ ঘটনার পর প্রেরক রাজীব বড়ুয়া ও প্রাপক কামরুল হাসানের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করে কাস্টমস কর্তৃপক্ষ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর