রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩৫ : অপরাহ্ণ
ইউক্রেনের পাঁচ সেনা সদস্যকে হত্যা করেছে রাশিয়ার সেনাবাহিনী।
আজ সোমবার এই দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।
তারা বলছে, হামলা চালানোর উদ্দেশ্যে সীমান্ত দিয়ে রাশিয়ায় ঢুকেছিল ওই পাঁচজন। সেখানেই তাদের হত্যা করা হয়।
রাশিয়ার দক্ষিণ ফেডারেল বিভাগ জানিয়েছে, নাশকতা করতে রাশিয়ায় প্রবেশের চেষ্টা চালায় ইউক্রেনের সেনাদের একটি দল। তাদের ঠেকাতে গুলি ছোড়া হয়।
এ ঘটনায় ইউক্রেনের পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছে।
এ ঘটনার কয়েক ঘণ্টা আগে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বিবৃতি দিয়ে দাবি করেছিল, দক্ষিণ-পূর্ব রোস্তভ প্রদেশের সীমান্তে থাকা তাদের একটি স্থাপনা ইউক্রেনের গোলাবর্ষণে পুরোপুরি ধসে পড়েছে। যেখানে হামলা চালানো হয়েছে সেখান থেকে ১৫০ মিটার দূরে ইউক্রেনের সীমান্ত।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান তীব্র উত্তেজনার মধ্যে এই দাবি করলো মস্কো।
তবে রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমাদের কোনও সৈন্য রুশ সীমান্ত অতিক্রম করেনি। আমাদের কোনও সেনাও মারা যায়নি। তবে ইউক্রেনীয় মন্ত্রণালয় এ নিয়ে কোনও মন্তব্য করেনি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও তার মিত্রশক্তিরা বারবার বলছে, রাশিয়া যেকোনও সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। তবে প্রতিবারই সেই দাবি নাকচ করছে রুশ কর্তৃপক্ষ।
সূত্র: আলজাজিরা, ইন্টারফ্যাক্স ও ইয়াহু নিউজ