বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

নির্বাচন কমিশন গঠনে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২০ ফেব্রুয়ারি, ২০২২ ৬:৫০ : অপরাহ্ণ
বৈঠক শেষে বক্তব্য রাখেন সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটি।

এদের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে আরও দু-একটি বৈঠকে বসবে সার্চ কমিটি।

আজ রোববার সন্ধ্যায় বৈঠক শেষে এ কথা জানান সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

তিনি বলেন, ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী মঙ্গলবার কমিটির পরবর্তী বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।

তবে সার্চ কমিটি তাদের নাম প্রকাশ করবে না বলে জানান ওবায়দুল হাসান।

আরও পড়ুন: সরকার-আমলাতন্ত্র এক, ইসি একা পারবে না: আকবর আলি খান

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বৈঠক শুরু হয়।

কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এতে সভাপতিত্ব করেন।

সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বৈঠকে উপস্থিত ছিলেন।

গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম ১৪ ফেব্রুয়ারি রাতে প্রকাশ করা হয়।

গতকাল শনিবার দুপুরে সার্চ কমিটির বৈঠকে জমা পড়া ৩২২ জনের নামের তালিকা থেকে ২০ জনকে বাছাই করা হয়।

২০ জনের সংক্ষিপ্ত এ তালিকা থেকে চূড়ান্ত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

তাদের মধ্যে থেকে পাঁচজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর