রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১২:০৫ : অপরাহ্ণ
আন্তর্জাতিক সংস্থা ট্রান্সলেটরস উইদাউট বর্ডারস বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশে চলমান প্রজেক্টে জনবল নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: রিসার্চ অ্যান্ড ইমপ্যাক্ট কো-অর্ডিনেটর।
বিভাগ: ইন্টারন্যাশনাল প্রোগ্রাম।
পদের সংখ্যা: নির্ধারিত না।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কোবো ডাটা কালেক্ট ব্যবহার করে জরিপ করা জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রাম ও রোহিঙ্গা ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
অভিজ্ঞতা: মানবাধিকার বিষয়ে প্রোগ্রাম বা রিসার্চে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মাঠপর্যায়ের গবেষণা ডিজাইন, কো-অর্ডিনেট ও বাস্তবায়নে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ৩,৮৬,৬৬৭-৪,২৯,৬৩০ টাকা প্রায় (৪,৫০০-৫,০০০ মার্কিন ডলার)
সুযোগ-সুবিধা: বছরে ২০ দিন ছুটি এ ছাড়া সাপ্তাহিক ছুটিসহ আরও ১০ দিন ছুটি রয়েছে। বাসায় বসে কাজ করার সুযোগ রয়েছে। প্রয়োজনে থাকার ব্যবস্থা আছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ মার্চ ২০২২।
চাকরির খবর আরও পড়ুন