সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

সিইসি নূরুল হুদার কোনো ব্যর্থতা নেই, তিনি সফল: রিজভী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৩১ : অপরাহ্ণ

‘আমার কোনো ব্যর্থতা নেই’-সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার এই বক্তব্য সঠিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ বিএনপি নেতা বলেন, ‘আমি মনে করি, সিইসি নূরুল হুদার কোনো ব্যর্থতা নেই, তিনি সফল। কারণ ইভিএম মেশিন কিনতে যে শত শত কোটি টাকা দুর্নীতির সফলতা-এটা তো হুদা সাহেবের সফলতা! নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য যে বিশেষ বক্তব্যের আয়োজন করেছে কোটি কোটি টাকা খরচ করে, সেখানে যে দুর্নীতি হয়েছে; সে সফলতা তো নূরুল হুদার সফলতা। তিনি নির্বাচন কমিশনে চাকরি করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছে, সেটি তো তার সফলতা। সুতরাং তার কোনো ব্যর্থতা নাই, তার সফলতা রয়েছে এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে।’

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর উদ্যোগে ‘নির্বাচন কমিশন গঠনের নাটক এবং নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি: নূরুল হুদা

১০ বছর ধরে দুজন হুদা গোটা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করেছে উল্লেখ করে রিজভী বলেন, ‘একটা হচ্ছে রকিবুল হুদা (রকিব উদ্দিন আহমেদ), আরেকটা নূরুল হুদা। একজন ১৫৩ জন বিনাভোটে নির্বাচিত করিয়েছেন। আরেকজন নিশিরাতে ভোট করেছেন। এই নূরুল হুদা চমৎকার মডেল আবিষ্কার করেছেন-কীভাবে দিনের ভোট ভোররাতে করতে হয়। সুতরাং এ ধরনের সফলতা তাদের দুজনেরই আছে।’

আরও পড়ুন: ইউপি নির্বাচনে গণতন্ত্রের লাশ পড়েছে: মাহবুব তালুকদার

এ বিএনপি নেতা বলেন, ‘নির্বাচন কমিশনের একজন সদস্য মাহবুব তালুকদার শুদ্ধ উচ্চারণ করেছেন। তিনি বলেছেন-‘গণতন্ত্র একটা লাশ’। শুধু লাশ নয়; কঙ্কাল হয়ে গেছে। গণতন্ত্রের লাশ শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। এর পরে মাটির সঙ্গে মিশে যাবে গণতন্ত্রের কঙ্কালের হাড়গোড়ও। সেই পরিস্থিতি তারা তৈরি করছে।’

সাগর-রুনি হত্যাকাণ্ডে সরকারের রুই-কাতলা জড়িত মন্তব্য করে রিজভী বলেন, ‘সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যার সঙ্গে এই সরকারের রুই-কাতলা জড়িত আছে বলেই তাদের বিচার হয় না। হত্যাকারীদের খুঁজে বের করা হয় না। হত্যাকারীদের খুঁজে বের করতে পারে না, তা হলে কীসের সরকার। যদিও সরকার গণতান্ত্রিক হতো, গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকত, তা হলে এই সাগর-রুনি হত্যাকাণ্ড দিয়েই এ সরকারের পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু তারা তো তা চায় না। তারা চায় ক্ষমতা।’

আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, খন্দকার আব্দুল হামিদ ডাবলু প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর