নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২২ ৭:২৩ : পূর্বাহ্ণ
কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত বাবার ধর্মীয় আচার শেষে ফেরার পথে পিকআপ চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় সেই চালককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান।
গত মঙ্গলবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় সদ্যপ্রয়াত সুরেশ চন্দ্রের শেষকৃত্য সম্পন্ন করে শ্মশান থেকে ফেরার পথে পিকচাপায় তার পাঁচ ছেলে ঘটনাস্থলে নিহত হন।
নিহতরা হলেন-অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)।
এ দুর্ঘটনায় রক্তিম ও প্লাবন ২ ভাই এবং বোন হীরা শীল আহত হন।
আহতদের মধ্যে রক্তিম শীল চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে আছেন।
নিহতদের বোন হীরা শীল মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার একটি পা কেটে ফেলা হয়েছে।
প্লাবন সুস্থ হয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে আসেন।
এ ঘটনায় প্লাবন বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করেন। এর আগে পুলিশ পিকআপ ভ্যানটিকে জব্দ করে।
আরও পড়ুন:
রাস্তায় প্রেমিককে চুমু খেয়েছি: তসলিমা
দায়মুক্তির সংস্কৃতির কারণেই সাগর-রুনি হত্যার বিচার হয়নি: জাতিসংঘ
‘আমাকে বিয়ে করবেন ম্যাম?’ অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব
ইত্যাদি খ্যাত গায়ক আকবরের বেহাল দশা
যে গ্রামে মানুষের বয়স ৫০ হলেই হয়ে যান অন্ধ