নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২২ ১:৫৩ : অপরাহ্ণ
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সরকার ও রাজনৈতিক দলের সুবিধাভোগী কেউ যাতে স্থান না পায় তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা।
আজ শনিবার সকালে সুপ্রিম কোর্টের কনফারেন্স লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে প্রথম বৈঠক শেষে এই দাবি জানান তারা।
বিশিষ্টজনেরা বলেন, ইসি গঠনে যেন কোনও সুবিধাভোগী লোককে নিয়োগ না দেওয়া হয়। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাছাই করা হয়।
এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে বসেন সুশীল সমাজের নাগরিকরা।
প্রথম দফায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, ‘দলীয় সরকারের বিশেষ সুবিধাভোগী কোনো ব্যক্তি যেন ইসিতে স্থান না পান, এমন দাবি তারা জানিয়েছেন। এই দাবি উপস্থিত আরও অনেকেই সমর্থন করেছেন।’
সুবিধাভোগী বলতে কী বুঝিয়েছেন, এমন প্রশ্নে তিনি বলেন, কেউ চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন, এমন ব্যক্তি হতে পারেন।
বৈঠকে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘যারা অবসরের পরেও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ বা বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন, তারা যেন কোনোভাবেই ইসিতে না আসতে পারেন। আর যারা আসবেন, তাদের সুষ্ঠু নির্বাচন করার মানসিকতা ও সাহসিকতা যেন থাকে। ইসি গঠনের জন্য যাদের নাম প্রস্তাব করা হবে, তাদের নাম যেন আগেই প্রকাশ করা হয়, সে জন্য প্রস্তাব করেছি।’
আজ প্রথমার্ধে প্রথম দফার এই বৈঠকে ২০ জনের মধ্যে ১৪ বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রেকর্ড ৭৮ বার করোনা পজিটিভ হলেন মুজাফফর!
রাস্তায় প্রেমিককে চুমু খেয়েছি: তসলিমা
তারা হলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ড. আসিফ নজরুল, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিচারপতি মনসুরুল হক চৌধুরী, ড. শাহদীন মালিক, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বোরহান উদ্দিন খান, ব্রতীর শারমিন মুরশীদ, ফেমার মুনিরা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট মাহফুজা খানম।
বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
এছাড়া কমিটির অন্যান্য সদস্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।
দুপুরে আরও ২০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করছে সার্চ কমিটি। সেটি শুরু হয়েছে ১টায়। আগামীকাল রোববার বিকেলে আরও ২০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এরই মধ্যে ২৪ টি রাজনৈতিক দল এবং ৪ টি পেশাজীবী সংগঠন প্রায় ৩ শতাধিক ব্যক্তির নাম জমা দিয়েছে অনুসন্ধান কমিটিতে।
এছাড়া দেশ-বিদেশ থেকেও অসংখ্য মানুষ নাম জমা দিয়েছেন।
তবে নাম জমা দেয়নি নিবন্ধিত ১৫ টি রাজনৈতিক দল।
আরও পড়ুন:
‘আমাকে বিয়ে করবেন ম্যাম?’ অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব
ইত্যাদি খ্যাত গায়ক আকবরের বেহাল দশা